ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে মাত্র ১১৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। রান তাড়া করতে নেমে নাভিঃশ্বাস উঠেছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত বাবর আজমের অপরাজিত ৩৪ বলে ৩৭ রানের ওপর ভর করে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান। এ ছাড়া সাইম আইয়ুব ৩৩ বলে ৩৬, শাহিবজাদা ২২ বলে ২৩ ও অধিনায়ক সালমান আঘা ১৪ বলে ১৪ রান করেন। পাকিস্তান সফরে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় স্বাগতিক পাকিস্তান, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৪৭ বলে একাই ৫৯ রান করেন কামিল মিশারা।
দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন কুশল মেন্ডিস। ৩টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। ২ উইকেট নেন আবরার আহমেদ।