আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবে আসন্ন ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ইরান। ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা দিতে অস্বীকার করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দেশটির ফুটবল ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে, এটি সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত। তাই ইরানি প্রতিনিধিদল ড্র অনুষ্ঠানে অংশ নেবে না।’ ইরানের ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ভার্জেশ-৩ জানায়, ফেডারেশন সভাপতি মেহেদি তাজসহ প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মেহেদি তাজ এ সিদ্ধান্তকে সরাসরি রাজনৈতিক মন্তব্য করে বলেন, ‘আমরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জানিয়েছি এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান। ফিফাকে বলেছি যুক্তরাষ্ট্রকে এমন আচরণ বন্ধ করতে হবে।’