আজ অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের পর্দা উঠছে। অন্যবার এ আসর ঘিরে তেমন আলোচনা ছিল না। এবারের ঘটনা ব্যতিক্রম। কেননা, বাংলাদেশের যুবারা বিশ্বকাপে খেলবেন। হকির ইতিহাসে এটিই হবে যে কোনো আসরে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। এ এক বড় প্রাপ্তি। আগামীকাল স্বপ্নের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের। চেন্নাইয়ে প্রতিপক্ষ হয়ে মাঠ নামবে অস্ট্রেলিয়া। হকিতে অস্ট্রেলিয়ার শক্তি কেমন তা সবারই জানা। হয় তো বড় ব্যবধানে হারতে পারে বাংলাদেশ। এটা হতেই পারে। কিন্তু বড় ঘটনা হতে যাচ্ছে প্রথমবারের মতো হকিতে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। কাল যে ক্রীড়াঙ্গনের ইতিহাসে বাংলাদেশের মাইল ফলক হতে যাচ্ছে তা কি দেশের ক্রীড়ামোদীরা জানেন? এ নিয়ে হকি ফেডারেশনের কোনো প্রচার আছে কি? যে অবস্থা তাতে মনে হচ্ছে নীরবে যুবাদের স্বপ্ন পূরণ হতে চলেছে।
আলোচনা বা আলোড়ন হবে। যদি বাংলাদেশ কোনো ম্যাচে জিতে যায়। ‘এফ’ গ্রুপে যারা বাংলাদেশের বিপক্ষে খেলবে, তারা এতটাই শক্তিশালী যে, জয় তো আসবেই না, ড্র করাও সম্ভব নয়। তাহলে বিশ্বকাপটা আড়ালেই থেকে যাবে? কাল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর পরের দিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২ ডিসেম্বর ফ্রান্স ও বাংলাদেশ মুখোমুখি হবে। ভারতে উড়ে যাওয়ার পর বিশ্বকাপে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। চিলিকে ৩-০ ও সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে যুবারা। অর্থাৎ সব রকম প্রস্তুতি নিয়েই স্বপ্নের মিশনে নামছে। দেখা যাক অভিষেক আসরটা কেমন হয়।
অনূর্ধ্ব-২১ হকি
ফিকশ্চার
২৯ নভেম্বর : বাংলাদেশ : অস্ট্রেলিয়া
৩০ নভেম্বর : বাংলাদেশ : দ. কোরিয়া
২ ডিসেম্বর : বাংলাদেশ : ফ্রান্স