টি-২০ বিশ্বকাপ শুরু ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। ২০ দলের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। লিটন দাসদের গ্রুপে রয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই দল ইতালি ও নেপাল। ইউরোপীয় দল ইতালি প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি কলকাতায়। ১৭ ফেব্রুয়ারি নেপাল ম্যাচ মুম্বাইয়ে। ২০ দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে আটটি দল সুপার এইটে খেলবে। সেখানে দলগুলো আবার দুই ভাগে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে চার দল খেলবে সেমিফাইনাল। বাংলাদেশ অপেক্ষাকৃত শক্তিশালী গ্রুপে খেলবে। ‘সি’ গ্রুপ থেকে টাইগারদের সুপার এইটে খেলা একটু কঠিন। গ্রুপে রয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ ক্রিকেটে পরিচিত মুখ নেপাল। দলটি যথেষ্ট ধারাবাহিক ২০ ওভারের ম্যাচে। ইতালি প্রথমবারের মতো খেললেও দলটিতে অভিবাসী ক্রিকেটারগুলো ভালোমানের। অস্ট্রেলিয়ার পক্ষে ২৩ টেস্ট খেলা জো বার্নস খেলবেন ইতালির পক্ষে।
গতকাল টি-২০ বিশ্বকাপ নিয়ে অধিনায়ক লিটন দাস নিজেদের সেরাটা খেলার কথা বলেন, ‘আমার মনে হয়, টি-২০ ফরম্যাটে খেলাগুলো খুবই ভালো হওয়ারই কথা। সব দলই টি-২০ ফরম্যাটের ভালো দল।’
কলকাতায় খেলা হলে একটা সুবিধা হচ্ছে, আমরা টানা তিনটি ম্যাচ খেলব কলকাতায়। এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার।’