টেস্ট সিরিজ শেষ। ২-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। সিলেটে হারিয়েছে ইনিংস ও ৪৭ রানে এবং মিরপুরে ২১৭ রানে। দুই দুটি বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ ওভারের ফরম্যাটের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস। ডান হাতি উইকেটরক্ষক ব্যাটার লিটন রয়েছেন ছন্দে। তার নেতৃত্বে বাংলাদেশ বছরের শেষ টি-২০ সিরিজ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ তিনটি যথাক্রমে- ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। সিরিজটি শুধু চলতি বছরের শেষ নয়, আগামী ফেব্রুয়ারি-মাচে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে টি-২০ বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টের আগে লিটন বাহিনীর এটা শেষ টি-২০ আন্তর্জাতিক সিরিজ। অবশ্য বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নেবে বিপিএল খেলে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইরিশ সিরিজটি এজন্যই অনেক গুরুত্বপূর্ণ।
২০২৫ সালে বাংলাদেশ টি-২০ ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ২৭টি। জয়-পরাজয় সমান ১৩টি করে। নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচে কোনো ফল হয়নি। টি-২০ এশিয়া কাপে সুপার ফোরে খেলেছে বাংলাদেশ। লিগ পর্বে হারিয়েছে হংকং ও আফগানিস্তানকে এবং হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও হেরেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এ ছাড়া টি-২০ সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত (১-২), পাকিস্তানের বিপক্ষে দুবার (০-৩ ও ২-১), শ্রীলঙ্কা (২-১), নেদারল্যান্ডস (২-০), আফগানিস্তান (৩-০) ও ওয়েস্ট ইন্ডিজের (০-৩) বিপক্ষে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন লিটনরা। আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। বাদ দেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারীকে। ছন্দে না থাকার পরও দলে টিকে গেছেন জাকের আলি অনিক। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে এশিয়ান স্টার্স চ্যাম্পিয়নশিপে পুরোপুরি ব্যর্থ ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ফাইনালেও ব্যর্থ ছিলেন। তাকে নেওয়া হয়েছে টি-২০ স্কোয়াডে।
আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত আটটি টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ পাঁচটি জিতেছে এবং হেরেছে দুটিতে। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের ম্যাচটি বাতিল হয়েছিল বৃষ্টিতে। দুই দল সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছে ২০২৩ সালের মার্চে। ৩৩ মাস আগে অনুষ্ঠিত সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সিরিজের সব খেলাই হয়েছিল চট্টগ্রামে। সিরিজের প্রথম দুটি ম্যাচ লিটন বাহিনী জিতলেও শেষ ম্যাচটি হেরেছিল। টি-২০ বিশ্বকাপের আগে সিরিজটিকে প্রস্তুতি হিসেবে নিয়েছেন লিটনরা।