প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকদের পদোন্নতি করা যাচ্ছে না। যার ফলে সহকারী শিক্ষক পদেই তাদেরকে অবসর গ্রহণ করতে হচ্ছে। শিক্ষকদের পদোন্নতি যদি বাধাগ্রস্ত না হতো তাহলে আরও ৩২ হাজার বেকারদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতো। সরকার ওই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়াসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রোধ করা হবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা উপজেলার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অবকাঠামো ও অফিসরুম পরিদর্শন করেন। এছাড়াও বাতিঘর ও সী-বিচ ঘুরে দেখেন তিনি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডা. রমা সাহা, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাকিব উল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী আবুছদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোহাম্মদ ফরহাদ মিয়াসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ