অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক বছর ধরে ফ্যাসিস্টের হাতে ছিল। তারা এদেশের সংস্কৃতির অপব্যবহার করেছিল। সংস্কৃতিকে তারা কুক্ষিগত করে রেখেছিল।
শুক্রবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাচিকশিল্পী তাহসিন রেজার "নিজস্ব উচ্চারণ" শীর্ষক আবৃত্তির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
শফিকুল আলম বলেন, একটি যুদ্ধের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে। জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিস্টকে মোকাবিলা করতে হয়। আবৃত্তি একটা কষ্টসাধ্য বিষয়। আর সেই কষ্টসাধ্য সেই বিষয়টি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাহসিন রেজা ভাই ও উনার সহকর্মী শিল্পীরা। তাহসিন রেজা ভাইয়ের এই দীপ্ত কণ্ঠের প্রতিবাদ আরও অনেক দূর ছড়িয়ে যাক সেই প্রত্যাশাই রইলো।
বিডি প্রতিদিন/কেএ