শীতে ত্বক ও চুলের শুষ্কতা দূর করতে গ্লিসারিন অনেকেই ব্যবহার করেন। নিরাপদ উপাদান হলেও ভুলভাবে ব্যবহার করলে এই গ্লিসারিনই উল্টো ক্ষতি করতে পারে—বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, গ্লিসারিনের কাজ হলো বাতাস থেকে পানি টেনে ত্বকে আনা। কিন্তু শীতকালে বাতাস খুবই শুষ্ক থাকে। এ সময় গ্লিসারিন বাইরে থেকে পানি না পেলে ত্বকের ভেতর থেকেই আর্দ্রতা টেনে নেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে।
গ্লিসারিন সরাসরি ত্বকে ব্যবহার করলে টান টান ভাব, জ্বালা বা চুলকানি হতে পারে। ত্বক আঠালো হয়ে যাওয়ায় রোদে বের হলে ঘাম বাড়ে, ধুলো–ময়লা লেগে ব্রণও বেড়ে যেতে পারে। তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।
চুলেও গ্লিসারিন অনেকেই লাগান। তবে বিশেষজ্ঞদের সতর্কতা—অতিরিক্ত গ্লিসারিন চুলকে ফ্রিজি বা খসখসে করে দেয়। আর্দ্রতা কম থাকা পরিবেশে চুল আরও শুকিয়ে যায়।
তাহলে গ্লিসারিন কীভাবে ব্যবহার করবেন?
- সরাসরি গ্লিসারিন ত্বকে না লাগানোই ভালো।
- খুব শুষ্ক ত্বকে রাতে অল্প পরিমাণ মিশিয়ে ব্যবহার করা যায়।
- কন্ডিশনার বা হেয়ার মাস্কে সামান্য গ্লিসারিন মেশালে সমস্যা হয় না।
- পরিমাণ বেশি হলে চুল–ত্বক দুটোই উল্টো শুষ্ক বা আঠালো হয়ে যেতে পারে।
সঠিকভাবে ব্যবহার করলে গ্লিসারিন উপকারী, কিন্তু ভুল ব্যবহারে শীতে এটি শুষ্কতার সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।
বিডি-প্রতিদিন/সুজন