রান্নাঘরের সুগন্ধি মসলাগুলোর মধ্যে এলাচ অন্যতম। শুধু খাবারের স্বাদ বাড়াতে নয়, স্বাস্থ্যের জন্যও এটি সমানভাবে উপকারী। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন খালি পেটে দুটি এলাচ খাওয়া দেহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার এনে দিতে পারে।
ওজন কমাতে সহায়তা
এনসিবিআই–এর তথ্য অনুযায়ী, এলাচে রয়েছে প্রচুর ফাইবার, যা দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে এবং অযথা খিদে লাগা কমায়। পাশাপাশি এটি বিপাকক্রিয়া বাড়িয়ে ক্যালরি পোড়ানোর গতি বাড়াতে সহায়তা করে।
হজমশক্তি উন্নত করে
এলাচহজমকারী এনজাইমের নিঃসরণ বাড়ায়, ফলে খাবার সহজে হজম হয়। খালি পেটে এলাচ খাওয়া
- কোষ্ঠকাঠিন্য
- বদহজম
- গ্যাস
এসব সমস্যা কমাতে কার্যকর হতে পারে। এর অ্যান্টি–ইনফ্লেমেটরি গুণ পেট ফোলা কমাতেও সাহায্য করে।
দুর্গন্ধ দূর করে
নিঃশ্বাসে দুর্গন্ধের সহজ সমাধান হতে পারে একটি এলাচ। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের ব্যাকটেরিয়া কমায়। সকালে খালি পেটে এলাচ চিবালে নিঃশ্বাস সতেজ থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
এলাচে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি–র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত এলাচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে পারে এবং কিছু সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে
কিছু গবেষণায় দেখা গেছে, এলাচ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এটি*ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এলাচ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ত্বকের জন্য উপকারী
এলাচে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এতে ত্বক টানটান থাকে এবং বলিরেখা কমে। এর প্রদাহবিরোধী গুণ ত্বকের লালচেভাব বা ফোলাভাবও কমাতে পারে।
বিডি প্রতিদিন/মুসা