কোষ্ঠকাঠিন্য দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর। পাকা পেঁপের মতোই কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর ফাইবার ও বিশেষ এনজাইম, যা হজমে সহায়তা করে এবং অন্ত্রের কার্যকারিতা বাড়ায়। চলুন দেখে নেওয়া যাক কাঁচা পেঁপে কীভাবে কোষ্ঠকাঠিন্য রোধে কাজ করে—
১. প্যাপেইন হজম শক্তি বাড়ায়
কাঁচা পেঁপেতে প্যাপেইনের পরিমাণ পাকা পেঁপের তুলনায় বেশি থাকে। এই এনজাইম খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে, যা হজমে আরাম দেয় এবং পেট ফুলে থাকা কমায়।
২. ডায়াবেটিস নিয়ন্ত্রণ
যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেঁপের জুস খেতে পারেন। কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায়। এ ছাড়া কাঁচা পেঁপে শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়।
৩. অন্ত্র পরিষ্কার রাখে
নিয়মিত অল্পমাত্রায় কাঁচা পেঁপে খেলে অন্ত্র পরিষ্কার থাকে। এতে বর্জ্য জমে থাকা বা দীর্ঘক্ষণ আটকে থাকার সমস্যা দূর হয়।
৪. কোষ্ঠকাঠিন্য রোধে
যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের খাদ্যতালিকায় সেদ্ধ বা ভাজি করা কাঁচা পেঁপে রাখা খুবই উপকারী। কাঁচা পেঁপে অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখে।
৫. পেটে গ্যাস ও প্রদাহ কমায়
কাঁচা পেঁপের এনজাইম পেটের গ্যাস, অস্বস্তি ও প্রদাহ কমায়। ফলে হজমতন্ত্র আরও স্বস্তিদায়ক থাকে।
সতর্কতা
অতিরিক্ত কাঁচা পেঁপে খাওয়া ডায়েরিয়ার মতো সমস্যা করতে পারে। এ ছাড়া গর্ভবতী নারীরা কাঁচা পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিডি-প্রতিদিন/তানিয়া