গাজীপুরে একটি ভবনের ফ্ল্যাট থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শাহানা বেগম (৫৭) কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল আজিজ খানের স্ত্রী এবং মৃত আবদুল আওয়ালের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, শাহানা বেগম গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান পশ্চিমপাড়া এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়ায় থেকে স্কুলে আসা-যাওয়া করতেন। তিনি ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন। কয়েক দিন ধরে শাহানা বেগমকে বাইরে বের হতে দেখা যাচ্ছিল না। ঘরের ভিতর থেকেও কোনো সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে গতকাল সকালে ঘরের দরজা ভেঙে তার লাশ দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বা হৃদ্?রোগে মৃত্যু বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে টঙ্গী বিআরটি প্রকল্পের উড়াল সড়কের বাটা গেটের সামনে গতকাল সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিকুর রহমান (৫৭) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় নামক একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে স্টোর কিপার পদে চাকরি করতেন।
গতকাল সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার নিজ অফিসে কাজে যোগ দিতে সকাল সাড়ে ৭টায় বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের ওপর গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয় এবং ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।