রাজশাহীতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্টে সাদ আলী নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে নগরীর লিলিহলের মোড়ে এ ঘটনা ঘটে। সাদের বাবা লিয়াকত আলী লিটন এনজিওকর্মী। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে একটি মোটরসাইকেলযোগে সাদ ও তার বাবা লিটন আম চত্বর থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে লিলিহলের মোড়ে এলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদ। এ সময় ট্রাকের চাকায় পিষ্টে ঘটনাস্থলে সাদের মৃত্যু হয়। এ ঘটনায় চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, দুর্ঘটনায় সাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।