যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত শপাহলিক উপন্যাস সিরিজের লেখিকা সোফি কিনসেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। সোফির পরিবার বুধবার তার মৃত্যুর খবর জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোফি কিনসেলার আসল নাম ম্যাডেলিন সোফি উইকহ্যাম। ২০২২ সালে তার মস্তিষ্কে আক্রমণাত্মক ক্যান্সার গ্লিওব্লাস্টোমা ধরা পড়েছিল। এ রোগেই তিনি মারা গেছেন।
সোফির মৃত্যুর পর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বিবৃতি পোস্ট করে বলা হয়েছে, “আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ সকালে আমাদের প্রিয় সোফির মৃত্যুসংবাদ জানাচ্ছি। তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
“তার শেষ দিনগুলো সত্যিকারের ভালবাসা, পরিবার, সঙ্গীত, উষ্ণতা, ক্রিসমাস এবং আনন্দের মধ্য দিয়ে কেটেছে। অসুস্থতা নিয়েও তিনি ছিলেন অসম্ভব সাহসী। চমৎকার পরিবার, বন্ধুবান্ধব পাওয়া এবং লেখনীর জগতে অসাধারণ সাফল্যের জন্য সোফি নিজেকে সত্যিকার অর্থেই আশীর্বাদপুষ্ট বলে মনে করতেন।”
সোফি কিনসেলার বই ৬০টিরও বেশি দেশে ৫ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে এবং ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সাহিত্য জগতের অনকেই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।
সোফি কিনসেলা ১৯৬৯ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। অক্সফোর্ডের নিউ কলেজে সঙ্গীত অধ্যয়ন করার একবছর পর তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।
২৪ বছর বয়সে তিনি প্রথম উপন্যাস ‘দ্য টেনিস পার্টি’ লিখেছিলেন ম্যাডেলিন উইকহ্যাম নামে। সে সময় তিনি অর্থনীতি বিসয়ক সাংবাদিক হিসাবেও কাজ করতেন।
২০০০ সালে সোফি কিনসেলা ছদ্মনামে তিনি প্রকাশ করেন ‘দ্য সিক্রেট ড্রিমওয়ার্ল্ড অফ আ শপাহলিক’। এই সিরিজ থেকে ২০০৯ সালে চলচ্চিত্র কনফেশন অব শপাহলিক নির্মিত হয়।
তার লেখার ধারা “রোমান্টিক কমেডি” বা কখনও কখনও চিক লিট হিসেবে পরিচিত হলেও, কিনসেলা পুরোপুরি এই লেবেলকে স্বীকৃতি দিতেন না।
সোফি কিনসেলার সর্বশেষ লেখা ‘হোয়াট ডাজ ইট ফিল লাইক?’ (অক্টোবর ২০২৪) । সোফির স্বামী হেনরি এবং তাদের পাঁচ সন্তান বেঁচে আছেন।
বিডি প্রতিদিন/নাজিম