দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সদর দফতরে ইসরায়েলি পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এটিকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গুতেরেস সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, আমি আজ ইউএনআরডব্লিউএ সদর দফতরে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন প্রবেশকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই সদর দফতর একটি জাতিসংঘের সম্পত্তি, যা কোনো হস্তক্ষেপ থেকে সুরক্ষিত এবং এর প্রতি আক্রমণ নিষিদ্ধ।
তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক চুক্তি স্পষ্টভাবে জাতিসংঘের সম্পত্তি লক্ষ্য করে কোনো প্রশাসনিক, বিচারিক বা আইনসভার পদক্ষেপকে নিষিদ্ধ করে। ইসরায়েল এই বাধ্যবাধকতার অধীনে রয়েছে।
গুতেরেস ইসরায়েলকে তৎক্ষণাৎ ইউএনআরডব্লিউএ সংস্থার সুবিধাসমূহের অখণ্ডতা পুনঃস্থাপন করতে, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ করতে আহ্বান জানান।
এই অভিযান এমন সময় সংঘটিত হলো যখন ইসরায়েল ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে ক্রমবর্ধমান পদক্ষেপ গ্রহণ করছে। সংস্থা ইতিমধ্যেই অত্যন্ত চাপের মধ্যে রয়েছে এবং অবরোধ ও সামরিক দখলের মধ্যে থাকা ফিলিস্তিনিদের সহায়তা করতে সংগ্রাম করছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইসরায়েলি পুলিশ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শেখ জারাহ এলাকায় সংস্থার প্রাঙ্গণে জোর করে ঢুকে পড়ে।
লাজারিনি বলেন, ‘পুলিশ মোটরসাইকেল, ট্রাক আর ফর্কলিফট নিয়ে আসে। এ সময় পুরো এলাকার যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আসবাবপত্র, তথ্যপ্রযুক্তির সরঞ্জামসহ নানা জিনিসপত্র জব্দ করে তারা।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘের পতাকা নামিয়ে সেটির জায়গায় ইসরায়েলের পতাকা তুলে দেওয়া হয়।’
বিডি প্রতিদিন/নাজিম