ব্রাজিলের জোও পেসোয়া শহরে চিড়িয়াখানায় ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। ১৯ বছর বয়সী গেরসন দে মেলো মাচাডো সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি প্রত্যক্ষ করা দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মাচাডো ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেড়া টপকে এক গাছের ডালের সাহায্যে সরাসরি সিংহের খাঁচায় প্রবেশ করেন। সেখানে সিংহিনী লিওনার সঙ্গে মুখোমুখি হন। কিছুক্ষণ পর সিংহিনী তাকে ধরে মাটিতে ফেলে মারাত্মকভাবে আহত করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, ঘাড়ের রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, মাচাডো মানসিক সমস্যায় ভুগছিলেন এবং সিংহের ট্রেইনার হওয়ার স্বপ্ন দেখতেন। তার পরিচর্যায় থাকা পরামর্শদাতা জানাচ্ছেন, পরিবারের ইতিহাসে মানসিক রোগ থাকলেও তিনি যথাযথ সহায়তা পাননি। এর আগে তিনি বেপরোয়া আচরণও করেছেন—একবার বিমানবন্দরের অভ্যন্তরে বেড়া কেটে প্রবেশ করেছিলেন।
চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ঘটনাটিকে “সম্পূর্ণ অপ্রত্যাশিত” বলে মন্তব্য করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তার কারণে চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এনবিসি
বিডি প্রতিদিন/আশিক