সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট ও অ্যাপলের ভিডিও কলিং সেবা ফেসটাইম বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রস্কমনাডজর এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপ দুটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তাদের অভিযোগ, দেশের ভেতরে 'সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত ও পরিচালনা, অপরাধীদের নিয়োগ, প্রতারণা ও নাগরিকদের বিরুদ্ধে অন্যান্য অপরাধে' স্ন্যাপচ্যাপ ও ফেসটাইম অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
রুশ নিয়ন্ত্রক সংস্থার দাবি, গত ১০ অক্টোবর স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যদিও এই সিদ্ধান্ত প্রকাশ করা হয় গতকাল।
রাশিয়ার এ রকম কার্যক্রম ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে শুরু হয়েছে। এই পদক্ষেপের আগে গুগলের ইউটিউব, মেটার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবার ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার নানাভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণে মনোযোগী হয়েছে। এ নিয়ে তারা কঠোর আইন প্রণয়ন করেছে। পাশাপাশি কঠোর নির্দেশনা না মানলে ওয়েবসাইট ও প্ল্যাটফর্ম বন্ধ করেও দিচ্ছে। একই সঙ্গে অনলাইন ট্রাফিক নজরদারি ও নিয়ন্ত্রণের প্রযুক্তির কার্যক্রমও কঠোর করছে।
ইউটিউব ব্যবহারেও গত বছর বিঘ্ন ঘটানোর অভিযোগ ওঠে। তবে ক্রেমলিন জানায়, রাশিয়ায় গুগল তাদের হার্ডওয়্যার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করেনি।
দেশটিতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে কিছু নিষেধাজ্ঞা পাশ কাটানোর সুযোগ এখনো রয়েছে, তবে সেগুলোও নিয়মিতভাবে ব্লক করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা
বিডি-প্রতিদিন/এমই