ভারতের কলকাতার নগর দায়রা আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- মাওলানা ইউসুফ শেখ, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, জবিরুল ইসলাম ও আনোয়ার হুসেন। এদের মধ্যে রুবেল, জবিরুল ও আনোয়ার বাংলাদেশি বলে জানা গেছে। একই মামলার আরেক আসামি আবদুল কালামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বিচার ভবনের মুখ্য কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাওয়া হয়েছিল। আদালত ৫ জনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ইউসুফ, শহিদুল, রুবেল, জবিরুল ও আবদুল কালাম আগে থেকেই কুখ্যাত খাগড়াগড় বিস্ফোরণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিলেন। ওই মামলার তদন্ত চলাকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের হেফাজত এনআইএ-এর হাতে তুলে দেয়।
এসটিএফের তদন্তে উঠে আসে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বসিরহাট, বনগাঁ ও আসাম থেকে ৬ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, জাল পরিচয়পত্র এবং জিহাদি নথি উদ্ধার করা হয়। ভারতজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল তারা।
সরকারি আইনজীবী জয়ন্ত চক্রবর্তী জানান, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক ধারায় মামলা হয়েছিল। পাশাপাশি রুবেল, জবিরুল ও আনোয়ারের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-এ আলাদা মামলাও করা হয়।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/মাইনুল