জার্মান সশস্ত্র বাহিনীর প্রায় ২০ হাজার রাউন্ড গোলাবারুদ চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতরা। গত সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকে করে সামরিক বাহিনীর জন্য একটি চালান নিয়ে যাচ্ছিল বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের এক চালক। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ট্রাকটি ফেলে রাখার পর ওই গোলাবারুদ হারিয়ে গেছে।
জানা গেছে, জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বুর্গের কাছে একটি শিল্প এলাকায় ট্রাকটি রাখার স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। রাতে ট্রাকের একটি অংশ ভেঙে কয়েকবাক্স গোলাবারুদ চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া গোলাবারুদের মধ্যে প্রায় ১০ হাজার রাউন্ড লাইভ পিস্তল অ্যামুনিশন, ৯ হাজার ৯০০ রাউন্ড প্রশিক্ষণ কাজে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলের অ্যামুনিশন ও ধোঁয়া ছড়ানোর গোলা ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের গোলাবারুদ 'ভুল ব্যক্তির হাতে পড়া উচিত হয়নি।'
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানটি নিরাপত্তা প্রটোকল ভঙ্গ করেছে। অনিয়ন্ত্রিতভাবে রাতযাপনের কারণেই এমন ঘটনা।
সামরিক সূত্র বলছে, এ ঘটনার তদন্ত চলছে। এটি পরিকল্পিত চুরি হতে পারে, চালকের আকস্মিক বিরতির সুযোগেই হামলাকারীরা আঘাত হেনেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি-প্রতিদিন/এমই