তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন। বুধবার (৩ নভেম্বর) এই ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বর্তমানে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন পর্যালোচনা করেছেন।
এরদোগান জোর দিয়ে বলেছেন, তুর্কি এবং ফ্রান্সের মধ্যে সহযোগিতার অগ্রগতি অপরিহার্য। দুই দেশ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টকে আরও বলেছেন, শান্তি ও ঐক্য বজায় রাখতে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, শান্তির প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব শান্তির দরজা খুলে দিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ফোনালাপে স্থায়ী শান্তি অর্জনের জন্য কূটনৈতিক প্রক্রিয়াও পর জোর দিয়েছেন এরদোগান। তিনি বলেন, তুরস্ক যুদ্ধবিরতির সমর্থন বৃদ্ধি অব্যাহত রাখবে। বিশ্বব্যাপী স্থিতিশীলতা বিপন্ন করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে হবে। এসময় দুই দুই দেশের প্রেসিডেন্ট গাজা এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল