যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এক ব্যক্তি বিরল বার্ড ফ্লু স্ট্রেইন H5N5–এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। খবর ইন্ডিয়াডটকম।
ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরুর দিকে পশ্চিম ওয়াশিংটনের গ্রেস হারবার কাউন্টির এক বাসিন্দা শ্বাসকষ্ট, উচ্চ জ্বর ও বিভ্রান্তিসহ ফ্লু-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তী পরীক্ষায় তার শরীরে H5N5 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়।
২১ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। তিনি ছিলেন বয়স্ক এবং একাধিক আন্ডারলাইনিং স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। যুক্তরাষ্ট্রে মানুষের মধ্যে H5N5 সংক্রমণে এটিই প্রথম মৃত্যু।
H5N5 মূলত পাখিদের রোগ—এক ধরনের অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। মানুষের মধ্যে এই স্ট্রেইন আগে কখনো যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়নি।
মারা যাওয়া ব্যক্তির বাড়িতে একটি ‘ব্যাকইয়ার্ড’ পোল্ট্রি ফার্ম ছিল, যেখানে থাকা মিশ্র পাখির দল স্থানীয় বন্য পাখির সংস্পর্শে আসত। স্বাস্থ্য কর্মকর্তারা ধারণা করছেন, সংক্রমণের উৎস সম্ভবত ওই পোল্ট্রি বা সংক্রামিত কোনো পাখি। তবে এখন পর্যন্ত মানুষ-থেকে-মানুষে সংক্রমণের কোনো প্রমাণ মেলেনি।
সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পরও সাধারণ জনগণের ঝুঁকি কম রয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মানুষের মধ্যে আগে কখনো শনাক্ত না হওয়া কোনো ভাইরাসের সংক্রমণ ভবিষ্যতে এর রূপান্তর বা বিবর্তনের সম্ভাবনা বাড়াতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পোল্ট্রি খামার ও বন্য পাখির পর্যবেক্ষণ জোরদার করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, গ্লাভসসহ সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং সংক্রমিত বা সন্দেহজনক পাখি থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ