কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘কায়রোস’ এবং ‘বিরাট’ নামের ওই দুটি তেলবাহী জাহাজ খালি অবস্থায় নোভোরোসিস্কের দিকে যাচ্ছিল। নোভোরোসিস্ক রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল।
বিবিসির পক্ষ থেকে এ–সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখা গেছে, ইউক্রেনের ড্রোনগুলো দ্রুতগতিতে ট্যাংকারে প্রবেশ করে। এরপর বিস্ফোরণ ঘটতে, আগুন জ্বলতে ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
ইউক্রেনের ওই কর্মকর্তা লিখিত বিবৃতিতে বলেন, ‘ভিডিওতে দেখা যায় হামলার পর উভয় ট্যাংকারই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যত সেবার বাইরে চলে গেছে। এতে রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লাগবে।’
তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ট্যাংকার দুটির নাম ‘কায়রোস’ ও ‘বিরাট’। দুটি ট্যাংকারই গাম্বিয়ার পতাকাবাহী।
গতকাল শনিবার ‘বিরাট’ নামের ট্যাংকারে আরেক দফা হামলার খবর পাওয়া যায়। যদিও এসব হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি।
বিডি প্রতিদিন/নাজিম