বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষকে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তুরস্ক সফরের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান।
পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে তুরস্কের যান পোপ চতুর্দশ লিও। রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইটিএ এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে তিনি তুরস্কে পৌঁছান। পোপের প্রতীক সম্বলিত বিমানটি স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আঙ্কারার উদ্দেশে ছেড়ে যায়।
এই সফরে পোপের সঙ্গে ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল রয়েছে, যার মধ্যে কার্ডিনাল পিয়েত্রো পারোলিন এবং আর্চবিশপ পল রিচার্ড গ্যালাঘেরও রয়েছেন। এছাড়া, এই সফরের সংবাদ সংগ্রহের জন্য ৭০ জনের বেশি সাংবাদিক তার সফরসঙ্গী হয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে চার দিনের এই সফরে তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ও ঐতিহাসিক ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। তুরস্ক সফর শেষে লেবাননে সফর করবেন এই ধর্মীয় নেতা।
সফরের প্রথমদিনে তিনি বলেন, এই ভ্রমণে অংশ নিতে পেরে তিনি খুবই আনন্দিত। বিশ্বের বিভিন্নে প্রান্তে অবস্থান করা খ্রিস্টান সম্প্রদায় এবং বৃহত্তর স্বার্থের জন্য তিনি অপেক্ষা করে আছেন। তিনি আশা করেন, এই সফর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
এই ধর্মীয় নেতা আরও বলেন, ধর্ম ও বিশ্বাসের পার্থক্য থাকা সত্ত্বেও, মানবতা মৌলিকভাবে সংযুক্ত, এবং তিনি শান্তি ও বিশ্বব্যাপী ঐক্যের প্রচারের প্রচেষ্টায় অবদান রেখে যাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সফরে পোপ লিও চতুর্দশ সংঘাত ও বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে শান্তি এবং দীর্ঘদিন ধরে বিভক্ত খ্রিস্টান গির্জাগুলির মধ্যে ঐক্যের আহ্বান জানাবেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল