বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘পতিত ফ্যাসিস্টদের ফেরাতে নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র চলছে। একটি মহল বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কুৎসিত রাজনৈতিক খেলায় মেতেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও অপরাজনীতি দেশবাসী রুখে দেবে।’
গতকাল জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, জাতির প্রত্যাশা।’ তিনি আরও বলেন, ‘সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশনায়ক তারেক রহমান বীরের বেশে দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন। জনগণের ভোটে ও ভালোবাসায় তিনি সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন ইনশাল্লাহ।’