আবুল সরকারকে গ্রেপ্তার এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে ‘গানের আর্তনাদ’ নামক কর্মসূচিতে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। গতকাল বিকালে শাহবাগে এ ঘটনা ঘটে। ‘গানের আর্তনাদ’র আয়োজন করে ‘সম্প্রীতির যাত্রা’ নামের একটি সংগঠন। আয়োজকদের দাবি, ‘জুলাই মঞ্চের’ ব্যানারে মিছিল নিয়ে এসে বাধা দেওয়া হয়। তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
আয়োজকদের একজন শিল্পী বীথি ঘোষ বলেন, আয়োজন শুরু হওয়ার সময় জুলাই মঞ্চের নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। এখানে তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন। আমরা তাদের বলেছি, আমাদের কাজটা আমাদের করতে দেন, আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন। পরে উনারা চলে গেলে অনুষ্ঠান আবার শুরু হয়। বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ জানান, জুলাই মঞ্চ আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছিল।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘আমরা হামলার কোনো অভিযোগ পাইনি। এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।’
এদিকে জাতীয় জাদুঘরের সামনে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে সমাবেশের আয়োজন করে জুলাই মঞ্চ। জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনো অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যে কোনো পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয় সন্ত্রাসী। তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।
গানের আর্তনাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরূপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপু নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।