ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কখনো নিজের কাজ, কখনো ব্যক্তিগত জীবনের আলোচনায় সবসময়ই খবরের কেন্দ্রে থাকেন। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও নজর কাড়লেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে উঠে এল তাঁর বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা গল্প।
সেদিন বুবলীকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের জমকালো লেহেঙ্গা শাড়িতে। পুরো শাড়িজুড়ে সোনালি আর রুপালি সুতার কারুকাজ, সঙ্গে পাথরের ঝিলিক। সব মিলিয়ে সাজে ছিল একধরনের রাজসিক আভা। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল, সিঁথিতে টিকলি। বধূবেশে তাঁকে যেন আরও উজ্জ্বল লাগছিল।

নিজের বিয়ের কথা তুলতেই বুবলী জানান, ‘আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। আমরা দুজনই মিডিয়ার মানুষ, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধুমধাম করে হয়নি, ঘরোয়াই হয়েছিল। তবে যেভাবে চেয়েছিলাম, ন্যাচারাল লুকে সেজেছিলাম।’
বিয়েবাড়ির খাবার নিয়ে কথা বলতে গিয়ে আরও একটি মজার তথ্য জানান তিনি। বুবলী বলেন, ‘বিয়েবাড়িতে ঢুকলেই প্রথম নজর যায় খাবারের দিকে। আমার আর আমার বরের, মানে শাকিবের পছন্দের খাবার একই। অর্থাৎ মাছ আর সবজি। সাধারণত রিচ ফুড এড়িয়ে চলি, কিন্তু বিয়েতে তো সেটা মানা যায় না।’
ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতেও ছিলেন বেশ স্বচ্ছন্দ। তিনি জানান, বীরের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে বন্ধুর মতো। শাকিবও ছেলেকে বলে দিয়েছেন, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, সবার আগে যেন মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়! বাবা–ছেলের এই খুনসুটিতে মায়ের ভূমিকাও যে বেশ উপভোগ করছেন, তা স্পষ্ট ছিল বুবলীর কথায়।
ভবিষ্যতে কেমন শাশুড়ি হতে চান? এ প্রশ্নে বুবলী বলেন, ‘আল্লাহ যদি তৌফিক দেন, বাঁচিয়ে রাখেন, আমি চাই আমার ছেলের বউ যেন আমাকে বন্ধুর মতো পায়। একসঙ্গে রান্না করব, খাব, ঘুরতেও যাব। শাশুড়ি-বউয়ের সেই দূরত্ব চাই না।’
উল্লেখ্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের ছেলে শেহজাদের।
বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে। সামনে মুক্তি পেতে যাচ্ছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিকনিক’সহ আরও কয়েকটি চলচ্চিত্র। প্রায় এক দশকের ক্যারিয়ারে নিজেকে ঢালিউডে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক