শবনম বুবলীর সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে জুটি বেঁধে আলোচনায় ছিলেন অভিনেতা আদর আজাদ। তবে এবার আলোচনার কেন্দ্রে নতুন সম্ভাব্য জুটি আদর আজাদ ও অপু বিশ্বাস। ঘোষণার আগেই চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, দুজনে নাকি একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছেন। অন্তত দু’টি সিনেমায় তাদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র।
যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ দুজনেই। প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করতে চান না আদর বা অপু।
সম্প্রতি আদর আজাদ ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ ছবির কাজ শেষ করেছেন। অন্যদিকে নতুন কয়েকটি ছবির প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস।
জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন ছড়ায় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। একটি ছবিতে দেখা যায় আদর আজাদ, অপু বিশ্বাস এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করছেন আদর-অপু।
বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস সরাসরি কিছু স্বীকার করেননি। তবে বলেন,‘সময় হলেই সব জানতে পারবেন।’ নতুন কাজের প্রসঙ্গে তিনি জানান, ফিরতে প্রস্তুত তিনি, খুব শিগগিরই একাধিক চমক নিয়ে হাজির হবেন।
একইভাবে মুখে কুলুপ এঁটেছেন আদর আজাদও। তার ভাষায়,‘বেশ কয়েকটি নতুন ছবির আলাপ চূড়ান্ত। তবে প্রোডাকশন হাউস আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন।’
এর আগে ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি, যেখানে তার নায়ক ছিলেন সায়মন সাদিক। অপরদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’-এ তার বিপরীতে ছিলেন পূজা চেরী।
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। নতুন জুটি হিসেবে আদর আজাদ ও অপু বিশ্বাস দর্শকের মন জিতে নিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
বিডি প্রতিদিন/মুসা