সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় প্রয়োজন। বর্তমান শিশুদের সুপ্রজন্ম ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার উত্তর রায়গড়স্থ ‘আদর্শ শিশু বিদ্যানিকেতনে’ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল সেবক তালুকদার।
ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এম এ ছায়াদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া আদর্শ শিশু বিদ্যানিকেন’র সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত