বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘এই দেশে কোনো মানুষ আর চিকিৎসার অভাবে মারা যাবে না। সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের জন্য ঋণসহ নানা সুবিধাযুক্ত কৃষি কার্ড চালু করা হবে।’
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়ায় মগনামার পীরে কামেল জাফর শাহ (রহ.)-এর কবর এবং সাবেক সংসদ সদস্য মরহুম মাহামুদুল করিম চৌধুরীর কবর জিয়ারতের পর তিনি এ কথা বলেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, তার সহধর্মিণী সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসনাহ আহমদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হাসান চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সুজন