বিভিন্ন এলাকায় জনজীবনের বাস্তবচিত্র, প্রয়োজন ও প্রত্যাশা নথিভুক্ত করতে 'জনতার প্রত্যাশার ক্যানভাস' নামে জনমত সংগ্রহ কার্যক্রম উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।
মঙ্গলবার শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে সর্বস্তরের সাধারণ মানুষ তাদের সমস্যা, প্রত্যাশা ও স্থানীয় উন্নয়ন সম্পর্কে মতামত লিখে জানাতে পারবেন।
কর্মসূচিটি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন স্থানে আয়োজন করা হবে, যাতে সকল শ্রেণি-পেশার নাগরিক তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন।
এ বিষয়ে মাসুদুজ্জামান বলেন, নাগরিকের মতামত না জেনে কোনো উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা হলে তা টেকসই হয় না। এর উদাহরণ চারপাশেই রয়েছে। এলাকার মানুষের প্রকৃত চাওয়া, সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানা কার্যকর পরিকল্পনার প্রথম পদক্ষেপ। জনতার প্রত্যাশার ক্যানভাসের মাধ্যমে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। এর উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক ও মানুষকেন্দ্রিক পরিকল্পনার জন্য নাগরিক মতামতকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করা।
তিনি আরও বলেন, জনতার প্রত্যাশার ক্যানভাস নারায়ণগঞ্জের মানুষের অংশগ্রহণমূলক মতামত সংগ্রহের উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সমাজের সকল স্তরের মানুষ তাদের চাহিদা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে স্বতঃস্ফূর্তভাবে মত প্রকাশ করবেন। পরবর্তী সময় এসব মতামতকে প্রাথমিক বিশ্লেষণের মাধ্যমে নানা উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।
বিডি-প্রতিদিন/এমই