চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ফরিদগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের হাজারো নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে ৩১ দফার লিফলেট বিতরণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে বৃহত্তর ঐক্য ও নিরাপদ বাংলাদেশ গঠনের নির্বাচন। গত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার যে পরিস্থিতি ছিল, তা এবার শেষ করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বীদের বারবার ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের প্রকৃত কোনো কল্যাণ করা হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এলে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।
লায়ন হারুনুর রশিদ নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ফরিদগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং পৌর যুবদল নেতা কামাল মালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহিলা দলের নেতৃবৃন্দসহ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ।
বিডিপ্রতিদিন/কবিরুল