বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা ও ভাঙ্গার আলগী–হামিরদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, যে কোনো সমাজ বা দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরিবারের থেকে দেশের সম্মান বাড়াতে শিক্ষার বিকল্প নেই।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে নগরকান্দা পৌরসদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা এম এন একাডেমির সাবেক সহকারী প্রধান শিক্ষক সাইয়াদুর রহমান বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, কৃতী শিক্ষার্থীর অভিভাবকদের পক্ষে প্রেসক্লাব সভাপতি শওকত আলী শরীফ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোকসানা বেগম এবং এইচএসসিতে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী ইসরাত জাহান।
প্রধান অতিথি উপস্থিত অভিভাবকদের উদ্দেশে বলেন, সামর্থ্য থাকলে সবকিছুর আগে শিক্ষায় বিনিয়োগ করবেন। শিক্ষায় বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আরও বেশি শিক্ষার্থী যেন জিপিএ–৫ অর্জন করতে পারে, সেদিকে সবার গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের ভূমিকা এতে অপরিসীম।
শামা ওবায়েদ বলেন, বিএনপির ৩১ দফার মূল লক্ষ্য শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। প্রত্যেক মানুষের শিক্ষা পাওয়ার অধিকার আছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার উন্নয়নে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষায় উন্নয়ন হলে দেশের গুরুত্বপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পরিশুদ্ধ হবে। শিক্ষার মাধ্যমেই বৈষম্য দূর হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে পারলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
বিডিপ্রতিদিন/কবিরুল