কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে অনলাইনে অশ্লীল ভাষায় অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা।
এ বিষয়ে বুধবার কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রায়হান, বিএনপি নেতা মুখলেছুর রহমান হিরন ও সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম বাবু প্রমুখ।
লিখিত বক্তব্যে মোল্লা মজিবুল হক বলেন, কায়কোবাদ শুধু কুমিল্লা নয়, সারাদেশেই প্রশংসিত। মুরাদনগরের মানুষের কাছে তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি আপামর জনতার অভিভাবক। জনপ্রিয়তাই কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের একমাত্র ‘অপরাধ’।
তিনি অভিযোগ করেন, পলাতক ও বর্তমান এক ক্ষমতাধারী রাজিব আহমদকে দিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক বিকৃত ভিডিও তৈরি করে মিথ্যাচার চালানো হচ্ছে। বিশেষ করে মুরাদনগরের বিএনপির জনপ্রিয় ইউনিয়ন নেতাদের টার্গেট করে চাঁদা দাবি করা হয়; চাঁদা না দিলে তাদের বিরুদ্ধেই ‘চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডি ও বিভিন্ন ফেক আইডিতে তা ছড়ানো হয়।
অপরদিকে রাজিব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এ পর্যন্ত কয়েকটি মামলা করা হয়েছে। তাদের ক্ষোভের কারণ—আমি অনলাইনে তাদের নানা অপকর্ম তুলে ধরেছি।
বিডি-প্রতিদিন/মাইনুল