বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই।
সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসান আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন ১ ফাইনাল খেলার পুরস্কার বিরতণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট এবং তার দোসররা যত ষড়যন্ত্রই করুক, যত নাশকতাই করুক- সঠিক সময়েই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। এই এলাকায় কোনো সন্ত্রাস চলবে না, এই এলাকায় কোনো মাদক থাকবে না, এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, এই এলাকা হবে শান্তিপূর্ণ এলাকা।
তিনি বলেন, আপনাদের আমরা ফ্যামিলি কার্ড করে দেব। তারেক রহমান বলেছেন এই ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে। সে কার্ডের মাধ্যমে প্রতি মাসে চাল, ডাল, আটা, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন বিনা মূল্যে। আমরা খেলাধুলার জন্য সুন্দর সুন্দর মাঠ করব, পরিবেশ সুন্দর করব, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেব।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন, মা-বোনদের সাথে নিয়ে যাবেন, ভোট গণনা হলে ফলাফল নিয়ে তারপর বাসায় ফিরে আসবেন।
বিডি-প্রতিদিন/শআ