অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্জল সত্যটি উচ্চারণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্মোহ স্পষ্ট উচ্চারণে বললেন, জুলাই বিপ্লব বা চব্বিশের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নন। মাস্টারমাইন্ড দেশের গণতন্ত্রকামী আপামর জনগণ। যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল বহু দিন ধরে, বহু আগেই। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর এসব বক্তব্য একজন পোড় খাওয়া, প্রাজ্ঞ ও উদার রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য প্রকাশ করে। আভাস দেয় তাঁর রাষ্ট্রনেতা হয়ে ওঠার পরিণত প্রজ্ঞার। সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ অন্যায় করে থাকলে আইন অনুযায়ী তার বিচার হবে। একাত্তরে কোনো দলের ভুল থাকলে, তার জবাবও তারাই দেবে। বলেন যত শিগগির নির্বাচন হবে, তত দ্রুতই দেশে শান্তিশৃঙ্খলা-স্থিতিশীলতা ফিরবে। তার আগে দ্রুতই তিনি দেশে ফিরে আসা এবং নির্বাচনে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। জানান শারীরিক সক্ষমতা সমর্থন করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন । শত অবিচার-নির্যাতনেও যিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তারেক রহমান বলেন, জনগণ যদি সুযোগ দেয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানবিক মর্যাদা সমুন্নত রেখে, ন্যায্যতা ও যৌক্তিকতার এক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করবে তাঁর দল। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজনৈতিক সহনশীলতা এবং বাক ও ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি আত্মবিশ্বাসের পারদ আরও কয়েক ধাপ বাড়িয়ে বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। তবে অবাধ ও সব মহলে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রজনতার অভ্যুত্থান পরিপূর্ণতা পাবে না। নতুন বাংলাদেশের জন-আকাক্সক্ষাও পূরণ হবে না। এটা দেশের গণতন্ত্রকামী সব মানুষেরই বিশ্বাস। জাতি চায়-পতিত স্বৈরাচার আমলে সংঘটিত অন্যায়-অবিচার, দুর্নীতি-দুরাচার, গুম-খুন এবং জুলাই বিপ্লবে দমনপীড়ন-গণহত্যার সঠিক বিচার; দোষী ব্যক্তিদের কঠিন শাস্তি। রাষ্ট্রের ভেঙে পড়া সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার। এসবের প্রক্রিয়া চালু রেখেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রক্ষমতা অর্পিত হোক। চিরতরে বন্ধ হোক প্রতিহিংসা ও ঘৃণার রাজনীতি। আগামী সরকার এবং বাইরে থেকেও সব রাজনৈতিক দল-নেতৃত্ব দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে একজোট হয়ে কাজ করবেন-এটাই হোক নতুন বাংলাদেশে রাজনীতির ধারা।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু