বাংলাদেশ প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করেছে। এটি স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তারা।
এই প্ল্যাটফর্মটি বিডার সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়। এসময় সেখানে বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আনুষ্ঠানিকভাবে এ প্লাটফর্মের উদ্বোধনের ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই সেবা বিডা ওয়েবসাইটে একটি পৃথক ফিচার হিসেবে চলবে এবং আজ থেকে এটি ব্যবহারযোগ্য। এই পোর্টালটি তৈরি করা হয়েছে বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য।
তিনি বলেন, গত এক বছর প্রায়ই আমাদের কাছে স্থানীয় উদ্যোক্তারা এসেছেন বিদেশি বিনিয়োগকারী খুঁজে দেওয়ার জন্য। আবার একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের কাছে আসেন জানতে যে, তাদের জন্য আমরা একজন বাংলাদেশি বিনিয়োগকারী খুঁজে বের করে দিতে পারি কি না, যার সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা একটি জয়েন্ট ভেঞ্চার করতে পারেন। কিন্তু কেউ কাউকে চেনেন না।
তাই এ সমস্যা সমাধানের জন্য আমরা বিডা ওয়েবসাইটে একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে তারা সংযোগ স্থাপন করতে পারবে বলে জানিয়েছেন আশিক মাহমুদ। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে ব্যবহার করার আহ্বান জানান।
বিডা চেয়ারম্যান বলেন, স্থানীয় উদ্যোক্তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করুন। সেইসঙ্গে বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হন।
ম্যাচমেকিং প্ল্যাটফর্মে যোগদান করার পদ্ধতি
উদ্যোক্তারা তিনটি সহজ ধাপে পোর্টালে নিবন্ধন করতে পারবেন :
বিডা ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
একটি আইডি তৈরি করুন
উদ্যোক্তা প্রোফাইল সেটআপ করুন
মূল ব্যবসায়িক তথ্য সহ একটি প্রকল্প প্রোফাইল তৈরি করুন
প্ল্যাটফর্মটি আরও কিছু সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে :
সব ধরনের প্রকল্পের ট্যাব: দেশের বিভিন্ন বিনিয়োগ-উপযোগী প্রকল্পের একটি সমন্বিত তালিকা
ফলো-আপ সেকশন: সমস্ত যোগাযোগ এবং সংযোগ এক জায়গায় ট্র্যাক করার জন্য একটি বিশেষ স্থান
এই টুলগুলো বিনিয়োগকারী–উদ্যোক্তা ইন্টারঅ্যাকশন সহজতর করার এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সমন্বয় বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে। সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
বিডি-প্রতিদিন/শআ