দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) অগ্রযাত্রায় ব্যাংকারদের দীর্ঘদিনের আস্থা আরও গতি যোগ করছে। রাজধানীর একটি হোটেলে রবিবার আয়োজিত জমকালো ব্যাংকারস' মিট–২০২৫ এ বক্তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈশ্বিক বাজার অস্থিরতা, সরবরাহ ব্যবস্থা বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ সত্ত্বেও এনডিই বহু বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। এই সাফল্যের গতি অব্যাহত রাখতে এবং বাজারে নেতৃত্ব আরও শক্ত করতে প্রতিষ্ঠানটি আর্থিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য বেশ কয়েকটি কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকিং খাতের বর্ধিত সহযোগিতা এনডিই–এর চলমান কার্যক্রম—বিশেষ করে শত শত ইউনিট আধুনিক ভারী যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ—এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যাংকারস’ মিট বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় আর্থিক সামঞ্জস্য নিয়ে আলাপ–আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দীর্ঘমেয়াদি এবং নমনীয় ব্যাংকিং সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা সাপ্লাই চেইনজনিত চাপ ও ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় সহায়ক হবে।
এনডিই এর ম্যানেজিং ডিরেক্টর রায়হান মুস্তাফিজ উল্লেখ করেন “NDE আস্থা, স্থিতিশীলতা এবং ধারাবাহিক ভালো কাজের ভিত্তিতে এগিয়ে চলছে। আমাদের ব্যাংকিং অংশীদারদের সহায়তা থাকলে আমরা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামলে আরও শক্তভাবে এবং টেকসইভাবে সামনে এগিয়ে যেতে পারব।”
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম ডি মাহবুবুর রহমান বলেন, “এন ডি ই এর সর্বাত্নক উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকর এবং আমরা আমাদের ব্যাংকিং সহযোগীদের প্রতি দায়বদ্ধ, তাই আমরা সবসময় সময়মতো ব্যাংকের দেনা পরিশোধ করে এসেছি, এবং সামনেও একই দায়িত্বশীলতা বজায় রাখব।”
অনুষ্ঠানে এনডিই-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নির্ঝর এন আনোয়ার বলেন, “আজকের এই বৈঠক আমাদের সমস্ত অংশীজনের প্রতি দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এনডিই বর্তমান চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম-অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আমরা আরও বড় ও টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি, যা দেশের অবকাঠামো উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের ভূমিকা আরও শক্তিশালী করবে।”
বিডি প্রতিদিন/হিমেল