বিশ্বব্যাপী দেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে চতুর্থবারের মতো শুরু হচ্ছে সিরামিক এক্সপো-২০২৫। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে এই প্রদর্শনী। চলবে আগামী রবিবার পর্যন্ত। সিরামিক খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এই প্রদর্শনীর আয়োজন করেছে।
বিসিএমইএ জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলায় বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশ নেবে। পাশাপাশি এ খাতের প্রায় ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশ নেবেন। এতে থাকবে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার, র্যাফল ড্র এবং নতুন পণ্যের উদ্বোধন।
সিরামিক প্রস্তুতকারক, রফতানিকারক ও সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি ও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের সিরামিক এক্সপোর প্রিন্সিপাল স্পন্সর হিসবে রয়েছে শেলটেক সিরামিকস। এ ছাড়া প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক। আর গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি ও সাকমি।
বিডি প্রতিদিন/আরাফাত