শীতের বুড়ি দিচ্ছে হানা
শিশির দূর্বাঘাসে,
সকালবেলার মিষ্টি রোদে
সূর্যমুখী হাসে।
খোকা-খুকি চাদর গায়ে
পড়ছে বসে ঘরে,
বাড়ির পোষা বিড়ালছানা
আছে চুপটি করে।
চুলার ধারে দাদি বানায়
মজার পিঠাপুলি,
তাই না দেখে খোকা-খুকি
নাচছে দুহাত তুলি।
শীতের বুড়ি দিচ্ছে হানা
শিশির দূর্বাঘাসে,
সকালবেলার মিষ্টি রোদে
সূর্যমুখী হাসে।
খোকা-খুকি চাদর গায়ে
পড়ছে বসে ঘরে,
বাড়ির পোষা বিড়ালছানা
আছে চুপটি করে।
চুলার ধারে দাদি বানায়
মজার পিঠাপুলি,
তাই না দেখে খোকা-খুকি
নাচছে দুহাত তুলি।