লাল-সবুজের পতাকাটা
খুশির দোলায় দুলে,
বিজয় মাসে গৌরবে তাই
সকল দুয়ার খুলে।
লাল রং বলে হও সাহসী
সত্য কথাই বলো,
সবুজ রংটি শেখায় হেসে
মিলেমিশে পথ চলো।
শিশুর মনটা ফুলের মতো,
রঙে ভরা তার আশা,
পতাকার গায় লেগে আছে
দেশের ভালোবাসা।
বিজয় মাসে শিশুর হৃদয়
হোক না রঙে ভরা,
লাল-সবুজে আঁকুক স্বপ্ন
নতুন দিনের ধরা।