কে তুমি এসেছ প্রদীপ হাতে
এ পথ প্রান্তে ঝটিকা রাতে
কে তুমি বন্ধু এঁকেছ ছবি
যে কালে দেখনি জাগরী রবি
কে বোঝে তোমার আঁধার ব্যথা
কে বলো শুনবে কাতর কথা
যে দুখে পুড়েও নীরবে হাসে
সে মরে অনল রুদ্ধ শ্বাসে
কি করে প্রাচীর ভাঙবে বলো
কি মোহে আলোর স্বপ্ন গড়ো
যে পথে ভীরুর মস্তক চড়ে
সে পথে অন্ধ রাজত্ব গড়ে