দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি সভাপতি আতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুবদল আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ নেতা-কর্মীরা।
তারা বলেন, ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়িতে বিএনপিকে আগলে রেখেছেন এ জেড এম রেজওয়ানুল হক। তাঁকে মনোনয়ন না দিয়ে ৫ আগস্টের পর আবির্ভূত লন্ডনে বসবাসকারী নতুন মুখ এ কে এম কামরুজ্জামানকে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন দেওয়ায় তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল এবং এ জেড এম রেজওয়ানুল হককে এখানে মনোনয়ন দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম