শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের চরলাউখোলা জামে মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় জাজিরা থানা পুলিশ মসজিদের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত মজিদ সরদার চরলাউখোলা গ্রামের মৃত রমিজ উদ্দিন সরদারের ছেলে এবং তিনি চরলাউখোলা জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
নিহতের ছেলে আব্দুর রহমান জানান, তাদের চার শতক জমি মজিদ সরদারের আপন ভাই আইয়ুব আলী সরদার দীর্ঘদিন ধরে দখল করে ভোগ করছিলেন। প্রায় দুই মাস আগে সেই জমি স্থানীয় শাহজাহান ও বাবুল খলিফার কাছে ৮ লাখ টাকায় বিক্রি করেন মজিদ সরদার। ওই সময় আইয়ুব আলী সরদার কৌশলে মজিদ সরদারের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে নেন। পরবর্তীতে তিনি বাকি টাকা না দিয়ে আরও টাকা ও জমির দাবি করেন এবং উল্টো মজিদ সরদারের বিরুদ্ধে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন মজিদ সরদার।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছেলে আব্দুর রহমান বাজার থেকে বাড়ি ফিরে বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের মসজিদে গিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলী সরদারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি মৌখিকভাবে শুনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ