কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বদনাম ঘুচিয়ে একটি নতুন যুগের সূচনা করবে। প্রায় দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কুমিল্লার অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার বলেন, কুমিল্লায় যানজট নিরসনও একটি চ্যালেঞ্জ। প্রচুর ইজিবাইক রয়েছে। ট্রাফিক পুলিশের মাধ্যমে আমরা চেষ্টা করবো কীভাবে যানজট সমস্যাকে স্বাভাবিক করা যায়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই