বগুড়ায় র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে সিগারেট ও বিড়ির ১৭ কোটি টাকা মূল্যের নকল রাজস্ব এবং রাজস্ব প্রিন্টিংয়ের প্লেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে বগুড়ার সদর উপজেলার পালশা চৌকির পাড় গ্রামস্থ রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার, লেভেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। র্যাব সদস্যরা বলছে, নকল ব্যান্ড রোল তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত ও সরবরাহ করার কারণে সরকার কোটি কোটি টাকা মূল্যের রাজস্ব হারিয়ে আসছিলো।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়ার আবু বক্কর সিদ্দিকের পুত্র মো. মাহমুদুল হাসান মিলন (৪২) ও একই এলাকার মো. আবুল কাশেমের পুত্র মোঃ রাশেদুল ইসলাম রনজুকে (৪২) আটক এবং সিগারেটের প্রায় ১৮ লাখ ৩৮ হাজার নকল ব্যান্ডরোল এবং বিড়ির প্রায় ১০ লাখ ৪৯ হাজার নকল ব্যান্ডরোল পাওয়া যায়। উদ্ধারকৃত এনবিআরের নকল রাজস্বসমূহের বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি টাকা। অভিযানের সময় রুহান প্রিন্টিং প্রেস থেকে সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের একটি করে প্লেট এবং এনবিআর লেখা বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির একটি কাঠের ফ্রেমের স্ক্রীণ প্রিন্ট জব্দ করা হয়।
এছাড়া বিভিন্ন কোম্পানির বিড়ির হাজার হাজার মোড়ক উদ্ধার করা হয়। র্যাবের এ ধরনের গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল