উত্তর-পশ্চিম রিজিয়ন ব্যবস্থাপনায় রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত একাধিক অভিযানে নভেম্বর মাসে প্রায় ৪ কোটি টাকার অধিক মাদক ও চোরাচালানের মালপত্র ও অস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এ তথ্য জানান।
এসময় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার, জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার জানান, বিভিন্ন অভিযানে ৯৬৬ বোতল ফেনসিডিল, ১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলি ও ২ দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়। চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পিঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল, ইজি বাইক, নৌকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫ গরু, ১৩টি মহিষ, ২টি ছাগল আটক করা হয়।
তিনি আরো জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ছয়টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে। নভেম্বর মাসে বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও জনসচেতনতা বৃদ্ধি করার ফলেই সীমান্ত এলাকায় অপরাধ কমে এসেছে। নতুন বিওপি স্থাপনের ফলে নজরদারিও আরও শক্তিশালী হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল