ফরিদপুরে ভূমিকেন্দ্রিক নারীর প্রতি সহিংসতা, নারীর ভূমি অধিকার ও নিরাপত্তা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের এফডিএ কনফারেন্স রুমে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পেশার নারী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরামের (বিএফএফ) আয়োজনে ও এএলআরডির সহযোগিতায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএফএফএর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।
আলোচনায় অংশ নেন সমাজেসবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, এএলআরডির উপ পরিচারক রওশন জাহান মনি, এফডিএর প্রতিষ্টাতা আজহারুল ইসলাম, রাসিন-এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, 'আমরা কাজ করি' (একেকে)-এর নির্বাহী পরিচালক এম এ জলিল।
এ ছাড়া এফডিএর নির্বাহী পরিচালক আবু ছাহের আলম, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, সদর উপজেলা উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, ডিএমবির নির্বাহী পরিচালক ইব্রাহিম শেখসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এমই