সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভাবনা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে দেন জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ. কে. এম. শিবলী। সুজন সুশাসনের জন্য নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে মূখ্য আলোচক ও কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ সরকার। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর সুজন সুশাসনের জন্য নাগরিক ফাহিম মুনতাসিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, এ.টি.এম. ফয়জুল কবির, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীপ রায় প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আছসারুন্নবী মোবারক, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, পৌর কলেজের প্রভাষক মোশাররফ হোসেন ভূইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা হাজী আব্দুস সালাম, খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ভোক্তা অধিকার সভাপতি সভাপতি আজিজা সোপান, তৈরি বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ। এছাড়া আলোচনা সভায় শিক্ষাবিদ, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম