রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা–মেয়ে লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)-এর মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বড়গাছা গ্রামে মরদেহ পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের ভাড়া বাসায় লায়লা আফরোজ ও তার নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে নাফিসাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নাফিসা প্রিপারেটরি স্কুলে পড়ত। তার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলের শিক্ষক। পরিবারের স্থায়ী ঠিকানা নাটোরের বড়গাছা এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন সকালে আজিজুল ইসলাম স্কুলে গিয়েছিলেন। পরে বাসায় ফিরে স্ত্রীর ও মেয়ের নিথর দেহ দেখতে পান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাড়ির কাজের মেয়েই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে আটক করতে অভিযান চলছে।
ঘটনার পর গ্রামজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিডি-প্রতিদিন/সুজন