‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
একইসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, আমাদের ধর্মীয় শিক্ষায়, সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার কারণে প্রত্যেক জায়গাতেই কমবেশি দুর্নীতি হয়ে থাকে। সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করে থাকি। যার যার জায়গা থেকে আমরা খারাপ প্র্যাকটিস করব না। ধর্মীয় অনুভূতি শিক্ষা সবার আগে দরকার।
তিনি আরও বলেন, যার যার জায়গা থেকে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করব। মানুষ যেন পরিপূর্ণ সেবা পায়। নিজের দায়িত্ব সম্পর্কে জানতে হবে। অনেকসময় অ্যাকশন না নেওয়ার কারণে দুর্নীতি ছড়িয়ে পড়ে। সকলে মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।
নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহীদ সরকার ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি