সিরাজগঞ্জে ট্রাক চাপায় শাহ আলম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের দিয়ার বৈধ্যনাথ এলাকায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা এবং সেজাব আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান জানান, বিকেলে শাহ আলম শিয়ালকোল বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। জেলা পরিষদের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ